গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা।
‘‘সিটিজেন চার্টার’’
নারী উন্নয়ন ও জেন্ডার সমতা অনয়নে মহিলা বিষয়ক অধিদপ্তর পিলিনিয়ার্ম ডেভেলপমেন্ট গোলে (MDG)এবং দারিদ্র বিমোচন কৌশলপত্র (PRSP) এর আলোকে নারী উন্নয়নে বিভিন্ন রাজস্ব ও উন্নয়ন কার্যক্রম ও কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে। মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রদেয় বিভিন্ন সেবা ও কর্মসূচি সমূহের বিবরণ:
ক্রঃ নং |
কার্যক্রম |
সেবার মান |
সেবা গ্রহণকারী ব্যক্তি/সংস্থা |
সেবার স্থান |
সেবা প্রাপ্তির সময়সীমা |
সেবাদানকারী কর্তৃপক্ষ |
মন্তব্য |
০১ |
বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম |
বিভিন্ন ধরনের আয়বর্ধক বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে মহলিাদের আত্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা |
সাতক্ষীরাজেলার দরিদ্র নারী |
জেলা/উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা, সাতক্ষীরা |
আবেদনের পর ১৫-৩০ দিনের মধ্যে |
জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সাতক্ষীরা |
নির্ধারিত আসন শূন্য সাপেক্ষে। |
০২ |
আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষাকর্মসূচী |
v ভিডিডি কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার নিচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তা সহ প্রশিক্ষণপ্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের জড়িত করেন। এই কার্যক্রমের অধীনে ভিডিডি কার্ডধারী মহিলাদেরকে (ক) দুই বছর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয় খ) আয় বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণদেয়া হয়। ভিজিডি চক্র শেষে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদান করা। v দরিদ্র মার জন্য মাতৃত্ব কালীন ভাতা কর্মসূচী অধীনে গ্রামের দরিদ্র গর্ভবতী মায়েদের মাসিক ৩৫০/- টাকা হারে প্রদান করা হয়। এ ছাড়া সন্তানপ্রসবের পর মা ও শিশু স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা। |
দরিদ্র পিড়িত ও দু:স্থ্য গ্রামীন মহিলা
পল্লীএলাকার দরিদ্র গর্ভবতী মহিলা |
উপজেলামহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়,
জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় এবং নির্বাচিত এনজিও প্রতিনিধি |
২৪ মাস
২৪ মাস |
মহিা বিষয়ক অধিদপ্তর জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
|
০৩ |
ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচী |
সাতক্ষীরাপৌরসভার ৯টি ওয়ার্ডে ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর আওতায় ৮ ৫০ জন দরিদ্র গর্ভবর্তী মাকে মাসিক ৩৫০/- টাকা হারে ২৪ মাসমেয়াদী ভাতা প্রদান করা হচ্ছে এবং সাথে সাথে তাদেরকে নির্বাচিত এনজিওর মাধ্যমে প্রসোবত্তোর ও প্রসব পরবর্তী যত্নের বিষয়ে সচেনতা মূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ৮৫০ জন ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের ভাতাভোগীদের ২ বছরের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৭১,৪০,০০০/- টাকা |
দরিদ্র কর্মজীবি গর্ভবতী/দুগ্ধদায়ী মা |
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় |
২৪ মাস |
মহিলা বিষয় অধিদপ্তর জেলা মহিলা মহিলা কর্মকর্তা |
|
০৪ |
ক্ষুদ্র ঋণ কার্যক্রম |
ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় দু:স্থ্য, অসহায় ও প্রশিক্ষিত নারীদের আত্নকর্মসংস্থানের লক্ষেক্ষুদ্রঋণ প্রদান করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির আওতায় ১থেকে ১৫ হাজার টাকা পর্যন্তসহজ শর্তেঋণ প্রদান করা হয়। ঋণ গ্রহিতাদের মূল টাকার সঙ্গে শুধুমাত্র ৫%থেকে ১০% হারে সার্ভিস চার্জ প্রদান করতে হয়। |
কমক্ষম ও প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র নারী |
জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
আবেদন প্রাপ্তির ১ (এক) মাসের মধ্যে ঘূণায়মান ঋণ এবং বরাদ্দকৃত ঋণ ২ মাসের মধ্যে বিতরণ করা হয়। |
মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
|
০৫ |
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ |
মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যেজেলা ও উপজেলা পর্যায়ে গঠিত নারী নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয় ভাবে নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপগ্রহণের ব্যবস্থা করে থাকে। |
নির্যাতিত নারী ও শিশু |
জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
আবেদনএবং অবহিত হওয়ার প্রেক্ষিতেতাৎক্ষনিক ভাবে পদক্ষেপ গ্রহণ |
মহিলা বিষয়ক অধিদপ্তর, উপ-পরিচালক (ম্যাজিষ্ট্রেট) |
|
০৬ |
স্বেচছাসেবী মহিলা সমিতি নিবন্ধন |
উন্নয়ন কর্মসূচীকে আরও ব্যাপৃত এবং মহিলা জনগোষ্টীর মধ্যে সম্প্রসারণ করার লক্ষ্য যেস্বেচছাসেবী মহিলা সংগঠন সমূহের নিবন্ধন প্রদান করা। সমিতির নিবন্ধন ফি ১০০০/- এবং নবায়ন ফি ৩০০/- টাকা সরকার কর্তৃক নির্ধারিত। |
সক্রিয় স্বেচছাসেবী মহিলা সমিতি |
জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নিবন্ধন |
মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
|
০৭ |
বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ (বামকপ) |
মহিলা আত্মকর্মসংস্থান ও উন্নয়নের জন্য মহিলা সংগঠন সমূহকে আবেদনের ভিত্তিতে বছরে একবার ১৫,০০০/- টাকাথেকে ২৫,০০০/- টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। এ সকল সমিতির আয়বর্ধক কার্যক্রমের ধরণ ও যোগ্যতা অনুসারে অনুদানের পরিমান নির্ধারিত হয়। উল্লেখ্য,প্রতি বছর প্রতি জেলায় ২টি শ্রেষ্ট সমিতিকে ৪০,০০০/- টাকা বিশেষ অনুদান প্রদান করা হয়। |
নিবন্ধীকৃত মহিলা স্বেচছাসেবী সমিতি |
প্রধান কার্যালয,জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
আবেদনের প্রেক্ষিতে৬ মাসের মধ্যে |
মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা |
|
০৮ |
সচেতনতা বৃদ্ধি এবংজেন্ডার সমতামূলক কার্যক্রম |
নারীর উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে বিভি্ন্ন জন সচেতনা মূলক কার্যক্রম যেমন- জাগরনী পদযাত্রা, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, জনম নিবন্ধন ও বিবাহ নিবন্ধনে। |
দেশের সকল জনগোষ্ঠী |
প্রধান কার্যালয়,জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
বছর ব্যাপী ও দিবস অনুযায়ী |
মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা। |
|
০৯ |
গুরুত্বপূর্ণ প্রকল্প |
২ বছর মেয়াদে (WTC) প্রকল্পের সময়োপযোগী ৫টি ট্রেড যথা- হাউজকিপিং, মোবাইল সার্ভিসিং, শো পিচ তৈরি, ব্লকবাটিক এমব্রয়ডারী ও কম্পিউটার ইত্যাদি। প্রতি ট্রেডে ১০ জন করে ৩ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত৩ মাস মেয়াদী ৪টি ব্যাচ শেষ হয়েছে এবং ৫ম ব্যাচেরপ্রশিক্ষণ চলমান।এ প্রকল্প ২০১৩ সালের জুন পর্যন্তচলবে। |
জেলার সকল দু:স্থ্য মহিলা |
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
৩ মাস |
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
|
(তারাময়ী মুখার্জী )
‡Rjv gwnjv welqK Kg©KZ©v
mvZ¶xরv |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS